বুধবার, ১৪ এপ্রিল ২০২১

ভাঙ্গায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় প্রবাসীকে কুপিয়ে হত্যা
বুধবার, ১৪ এপ্রিল ২০২১



মাসুদ রানাকে কুপিয়ে হত্যার খবর পেয়ে থানার সামনে এলাকাবাসীর আহাজারী (ইনসেটে মরদেহ)
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-

ফরিদপুরের ভাঙ্গায় মোঃ মাসুদ রানা (৪৮) নামক এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার সময়ে ভাঙ্গা পৌর সদরের নওপাড়া বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা পৌর সদরের গজারিয়া গ্রামের শেখ হারুন অর রশিদের ছেলে। তিনি তার স্ত্রী ও দুই ছেলে নিয়ে ইতালিতে বসবাস করেন। গত তিন মাস পূর্বে ভাঙ্গা পৌরসভার নির্বাচন উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন। দশ মাসের অন্তঃসত্বা স্ত্রীকে সিজার করানোর জন্য আগামী ২০ এপ্রিল তার ইতালিতে ফেরার কথা ছিল।
জানা যায়, মঙ্গলবার দুপুরে জুয়েল ও প্রিন্স নামক দুই যুবক এলাকার সড়কে বেপরোয়া গতীতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় মাসুদ রানা তাদেরকে বেপরোয়াভাবে চালাতে নিষেধ করেন। মাসুদ রানা সন্ধ্যার পরে নওপাড়া বাসস্ট্যান্ডে নান্নুর চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময়ে তার প্রতিপক্ষ মোঃ এমদাদুল হক বাচ্চুর লোকজন তাকে ঘিরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠায়।
মাসুদ রানার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গজারিয়া ও নওপাড়ায় শোকের ছায়া নেমে আসে ও চরম উত্তেজনা বিরাজ করে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পুলিশ মোতায়েন করে রাখে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫০   ৭৩১ বার পঠিত   #  #  #