সোমবার, ১২ এপ্রিল ২০২১

মধ্যনগরে ব্যারিস্টার দম্পতির সুস্থতা কামনায় দোয়া ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত

Home Page » সারাদেশ » মধ্যনগরে ব্যারিস্টার দম্পতির সুস্থতা কামনায় দোয়া ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত
সোমবার, ১২ এপ্রিল ২০২১



---আল-আমিন সালমান, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলা আ.লীগের  সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন ও তার সহধর্মীণি ব্যারিস্টার  ফারজানা শীলার  করোনা থেকে মুক্ত হয়ে  সুস্থতা কামনায় মধ্যনগর থানা আওয়ামীলীগের উদ্যোগে  দোয়া ও ৮২ গ্রাম সমন্বিত শ্রী শ্রী  জগন্নাথ জিউর আখড়ায় সমবেত  প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মধ্যনগর থানা আ.লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরীর বাস ভবনে প্রথমে দোয়া ও পরে ৮২ গ্রাম সমন্বিত শ্রী শ্রী জগন্নাথ জিউরের আখড়ায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।


মধ্যনগর থানা আ.লীগের সহ-সভাপতি   প্রবীর বিজয় তালুকদার বলেন,  ব্যারিস্টার ইমন দম্পতির করোনা থেকে মুক্ত হয়ে সুস্থতা কামনায় আমরা  দোয়া ও সমবেত প্রার্থনার আয়োজন করেছি। আশা করি অচিরেই  ব্যরিস্টার ইমন দম্পতি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এই সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা আ.লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী, সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ,  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুধীর সরকার,সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, ত্রাণ বিষয়ক সম্পাদক রাণু চক্রবর্তী,উপ-প্রচার সম্পাদক গোপাল সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:১২:২০   ৬২০ বার পঠিত