শুক্রবার, ৯ এপ্রিল ২০২১

থানাতে বসানো হচ্ছে মেশিন গান

Home Page » জাতীয় » থানাতে বসানো হচ্ছে মেশিন গান
শুক্রবার, ৯ এপ্রিল ২০২১



একটি থানার ছবি

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: হেফাজতের তান্ডব থেকে রেহাাই পেতে থানাতে বসানো হচ্ছে মেশিন গান। বিভিন্ন ইস্যুতে হেফাজতে ইসলামসহ সমমনা ইসলামি দলগুলোর সঙ্গে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ হামলা হয়েছে থানা এবং পুলিশ ফাঁড়িতে। এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় কড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেটের পর নারায়ণগঞ্জের থানাগুলোতেও বসানো হয়েছে মেশিনগান পাহারা।

প্রথমে সিলেটের থানাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহানগরী ও জেলার অনেকগুলো থানার সামনে বালির বস্তা দিয়ে বাঙ্কারের মতো চৌকি স্থাপন করা হয়েছে। যেন পুলিশ সদস্যরা লাইট মেশিনগান (এলএমজি) নিয়ে এর ভেতরে অবস্থান করতে পারেন। সিলেটের পর গতকাল বৃহস্পতিবার রাতে একই দৃশ্য দেখা গেছে নারায়ণগঞ্জের থানাগুলোতেও।

শুধু বাঙ্কার স্থাপনই নয়, নিরাপত্তা জোরদার করতে সিলেট ও নারায়ণগঞ্জের বেশ অনেকগুলো থানায় ৩০ থেকে ৫০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গত কয়েকদিনে দেশের বিভিন্ন থানা ও সরকারি স্থাপনায় হামলা হয়েছে। হামলা করা হয়েছে পুলিশ সদস্যদের ওপরও। এ অবস্থায় করণীয় ঠিক করতে পুলিশ মহাপরিদর্শকের উপস্থিতিতে একটি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিং থেকে থানাগুলোর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৮:২৮   ১০৪২ বার পঠিত   #  #  #  #  #