বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

অনলাইনে পহেলা বৈশাখ উদযাপন !

Home Page » জাতীয় » অনলাইনে পহেলা বৈশাখ উদযাপন !
বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১



ফাইল ছবি -নববর্ষ উদযাপন

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: নববর্ষে জনসমাগম করা যাবে না । দেশে যখন মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, তখন আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। গত বছরের মতো এবারো বাংলা নববর্ষে কোনো জনসমাগম করা যাবে না। তবে অনলাইনে পহেলা বৈশাখ উদযাপন করা যাবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুসরণ করে বর্তমান করোনার মহামারি পরিস্থিতিতে জনসমাগম হয়- এমন অনুষ্ঠান পরিহার করতে হবে।

তবে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়ালি অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বাংলা নববর্ষ উপলক্ষে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৬:৪৩   ১২৮০ বার পঠিত   #  #  #  #