সোমবার, ৫ এপ্রিল ২০২১
মেডিকেল কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Home Page » জাতীয় » মেডিকেল কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশবঙ্গ-নিউজ: করোনা সংক্র্রমণের ভয়াবহতার মাঝে মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো । আজ মেডিকেল কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধার ভিত্তিতে এবার ৪ হাজার ৩৫০ জন এমবিবিএসে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৩৪১ জন মেয়ে এবং ২ হাজার ৯ জন ছেলে। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর জানান, এসব শিক্ষার্থী সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। এ বছর ভর্তি পরীক্ষায় ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর ৩৯ দশমিক ৮৬ শতাংশ।
চলমান শিক্ষাবর্ষের ৩ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৪১৩ নির্বাচিত হয়েছেন গেলো শিক্ষাবর্ষের। সব মিলিয়ে এবার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন পাবনা মেডিকেল কলেজের মিশোরী মুনমুন। তার মোট প্রাপ্ত নম্বর ২৮৭ দশমিক ২৫।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত ফল আজ রাত ৯টার পর https://result.dghs.gov.bd/mbbs/ এই ওয়েবসাইটে পাওয়ার কথা।
গত ২ এপ্রিল (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে চলে পরীক্ষা।
গত ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এমবিবিএসে ভর্তি পরীক্ষার দিন চূড়ান্ত করা হয়।
বাংলাদেশ সময়: ৯:৫২:৫১ ৫৬৭ বার পঠিত #জাহিদ মালেক #ফল প্রকাশ #ভর্তি পরীক্ষা #মেডিকেল