সোমবার, ৫ এপ্রিল ২০২১
বইমেলায় ঝড়ের তান্ডব
Home Page » জাতীয় » বইমেলায় ঝড়ের তান্ডব
বঙ্গ-নিউজ: তান্ডব হলো ঝড়েের। বহুু প্রতিক্ষীত বৃষ্টি এলো বই মেলায়। তবে অস্বাভাবিক ঝড় সহ। মেলার বহু স্টল ক্ষতিগ্রস্থ হলো। করোনার কারনে এবার এই প্রাণের মেলা ফেব্রুয়ারী মাসের পরিববর্তে মার্চ মাসে শুরু করা হয়। কিন্তু দুসপ্তাহ না পেরুতেই লকডাউন শুরু হলো। পুরু বই মেলাটাই একটা অনিশ্চয়তায় পড়ে গেল। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে থাকা এবারের অমর একুশে গ্রন্থমেলা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল সন্ধ্যার পরে এই ঝড় শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীতে হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে বইমেলায় পাঠক, প্রকাশক ও লেখকরা বিপাকে পড়ে যান। তারা নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য ছুটাছুটি করতে থাকেন।
এ সময় ঝড়ের কবল থেকে বই রক্ষায় বিভিন্ন স্টলের কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। ঝড়ের পর বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। প্রকাশকরা বলছেন, এমনিতেই করোনার কারণে মেলা সেভাবে জমছে না। এখন ঝড়-বৃষ্টির কারণে আরো ক্ষতির মুখে পড়লেন তারা। এই ক্ষতি পুষিয়ে উঠতে বেগ পেতে হবে তাদের।
মেলা সংশ্লিষ্টরা জানান, দমকা হাওয়ায় আংশিকভাবে ভেঙে পড়েছে বেশ কয়েকটি স্টল, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলো। বেশ কিছু প্যাভিলিয়নের নামফলক এবং মেলার ব্যানারগুলো ছিঁড়ে গেছে।
বাংলাদেশ সময়: ৯:৩০:২২ ৪৯৮ বার পঠিত #একুশের বইমেলা #ঝড়ের তান্ডব #বইমেল #লন্ডভন্ড বইমেলা