রবিবার, ৪ এপ্রিল ২০২১
ছাত্র-শিক্ষক কাউকেই স্কুুলে যেতে হবে না
Home Page » জাতীয় » ছাত্র-শিক্ষক কাউকেই স্কুুলে যেতে হবে নাবঙ্গ-নিউজ: দেশে করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন কার্যকর হতে যাচ্ছে। তবে লকডাউন চলাকালে প্রাথমিক স্কুলের সব ছাত্র- শিক্ষককে স্কুলে যেতে হবে না।
এ তথ্য জানিয়েছেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম। আজ শনিবার দিবাগত রাতে তিনি এ কথা জানান।
তিনি বলেন, প্রধান শিক্ষকসহ যাদের যাদের যাওয়া দরকার, তারা দাপ্তরিক কাজের জন্য রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন।
মনজুরুল আলম আরো বলেন, লকডাউন যদি সোমবার থেকে ঘোষণা করা হয়, তাহলে লকডাউন চলাকালে বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষকদের। তাছাড়া লকডাউনে তো সবকিছুই বন্ধ থাকবে, সেক্ষেত্রে তারা শিক্ষা প্রতিষ্ঠানেই যাবেনই বা কেন।
লকডাউনের কারণে চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কি না- সেটি প্রজ্ঞাপন জারির পর বলা যাবে বলেও জানান প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
বাংলাদেশ সময়: ১১:০৬:১৯ ৭৪৩ বার পঠিত #ছাত্র-শিক্ষক #লকডাউন #শিক্ষা প্র্রতিষ্ঠান #স্কুুল