বুধবার, ৩১ মার্চ ২০২১
মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু -স্বপন চক্রবর্তী
Home Page » সাহিত্য » মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু -স্বপন চক্রবর্তীপর্বতের চূড়াও মাপা যায়
জয় করা যায় তা
হে বঙ্গবন্ধু, তুমি অজেয়
অসীম তব উচ্চতা।
সমুদ্রের তলদেশ ছুঁয়েছে মানুষ
পারি দেয় অনায়াসে
কোন পরিমাপেই সীমাবদ্ধ নও তুমি
সুবিদিত সকল দেশে।
তোমার হৃদয়ের গভীরতা কতো
জানেনা আজও কেউ
লোকান্তরে তুমি ,তবু আছো অন্তরে
প্রাণে যে জাগে কত ঢেউ।
সূর্যের মতো আলো দিতে তুমি
এসেছিলে দুঃখী বাংলায়
বড় হতভাগ্য মোরা
হারিয়ে কাঁদি সর্বদায়।
তোমার বাংলা আজ উন্নয়নশীল
এটাই যে মোদের গর্ব
তোমাকে যারা করিতে চায় খাট
তারাই হয়েছে আজ খর্ব।
ফাঁসীর প্রকোষ্ঠেে থেকেও তুমি
হয়েছ যে বিজয়ী
হে বঙ্গবন্ধু
তুুমি যে অমর,তুমি মৃত্যুঞ্জয়ী।
বাংলাদেশ সময়: ১১:২০:১৫ ৬৪০ বার পঠিত