বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৩
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে
Home Page » জাতীয় » ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহেবঙ্গ-নিউজ ডটকম:ঈদুল ফিতরে দেশের প্রধান জামাত ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন।বুধবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম এ তথ্য জানান।প্রতি বছরের মতো এবারও যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, তার জন্য এরইমধ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।আর বৃষ্টির কথা চিন্তা করে পুরো ময়দান সামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে করে ভারী বর্ষণেও মুসল্লিদের নামাজ পড়তে অসুবিধা না হয়।এছাড়া বায়তুল মোকাররমে মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া বাগদাদী। আর ঈদের পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। এতে ইমামতি করবেন ইসলামিক গবেষণা বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজুল হক।
বাংলাদেশ সময়: ১:১৫:৫০ ৪১২ বার পঠিত