শুক্রবার, ২৬ মার্চ ২০২১
পাণ্ডুলিপি-অনুপ্রানন স্বাধীনতার সুর্বণ জয়ন্তী সম্মাননা পেলেন কবি গুলশান আরা রুবী
Home Page » সারাদেশ » পাণ্ডুলিপি-অনুপ্রানন স্বাধীনতার সুর্বণ জয়ন্তী সম্মাননা পেলেন কবি গুলশান আরা রুবীবঙ্গ-নিউজ ডেস্কঃমহান স্বাধীনতা দিবসের সুর্বণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সিলেটের পাণ্ডুলিপি প্রকাশন ও অনুপ্রাননের যৌথ সম্মাননায় ভূষিত হয়েছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট ও কথা সাহিত্যিক গুলশান আরা রুবী। গত বুধবার সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে
বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও লেখক লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি অধ্যক্ষ কালাম আজাদ, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক প্রফেসর ডা. আজিজুর রহমান, প্রফেসর ডা. শামীম আহমদ, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাণ্ডুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল।আলোচনা সভা শেষে কবি গুলশান আরা রুবীর পক্ষে সম্মাননা গ্রহন করেন কবির ছোটভাই সাংবাদিক আল-আমিন সালমান।
বাংলাদেশ সময়: ১০:২০:৫৮ ৫৭৯ বার পঠিত