সোমবার, ২২ মার্চ ২০২১
পাণ্ডুলিপি প্রকাশন-এর দুইদিন ব্যাপী একক বইমেলা , আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান
Home Page » সারাদেশ » পাণ্ডুলিপি প্রকাশন-এর দুইদিন ব্যাপী একক বইমেলা , আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানবঙ্গ-নিউজ,সিলেটঃমহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট এবং অনুপ্রাণন গ্রন্থাগার-এর যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী বইমেলা, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন আগামীকাল (২৩ মার্চ) মঙ্গলবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্যসভা হলে অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ থেকে ২৪ মার্চ দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিনে আলোচনা সভা ও পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট-এর একক বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ২৪ মার্চ বুধবার সন্ধ্যা ৬টায় কেমুসাস সাহিত্যসভা হলে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক প্রফেসর ডা. আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক প্রফেসর ডা. শামীম আহমদ, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, মুক্তিযুদ্ধ গবেষক ও সংগঠক আনোয়ার শাহজাহান, কবি,গল্পকার ও ঔপন্যাসিক গুলশান আরা রুবী-কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সম্মাননা প্রদান করা হবে। এছাড়া দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে কয়েকটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান এবং পাণ্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সিলেটের কবি-সাহিত্যিক, সাংবাদিক এবং সাহিত্যানুরাগীদের স্ববান্ধব উপস্থিত থাকার জন্য পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট-এর স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল এবং অনুপ্রাণন গ্রন্থাগার-এর পরিচালক জুনেদ আহমদ আহবান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৩ ৫১৯ বার পঠিত