রবিবার, ২১ মার্চ ২০২১
ভাঙ্গায় জনসচেতনতার লক্ষে হাইওয়ে পুলিশের মাস্ক বিতরণ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় জনসচেতনতার লক্ষে হাইওয়ে পুলিশের মাস্ক বিতরণ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
বিশ্বব্যাপী চলছে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ। করোনা সংক্রমণ রোধে ফরিদপুরের ভাঙ্গায় জনসাধারণ ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেছে হাইওয়ে পুলিশ। রবিবার দুপুরে থানার সামনে যাত্রীবাহী পরিবহন ও লোকাল বাসের যাত্রীদের মাঝে ফেস মাস্ক বিতরণ করা হয়।
জনসচেতনতার লক্ষে “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলছে বাংলাদেশ পুলিশের মাস্ক বিতরণ। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মোঃ ওমর ফারুকের নেতৃত্বে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে চ্যালেঞ্জের মুখে রয়েছে জনস্বাস্থ্য। অথচ সমাজের অনেকেই এখন পর্যন্ত অসচেতন। ন্যূনতম মাস্ক ব্যবহারের সচেতনতাটুকু পর্যন্ত নেই। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনের যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি বলেন, আপনারা সচেতন হোন। নিরাপদে থাকুন। আসুন সুন্দর আগামী বিনির্মাণের লক্ষ্যে সকলে সচেষ্ট হই।
বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৫ ৬৯৯ বার পঠিত #কোভিড-১৯ #ফরিদপুর #ভাঙ্গা #হাইওয়ে পুলিশ