বুধবার, ১৭ মার্চ ২০২১

ভাঙ্গায় জাতীর পিতার জন্মবার্ষিকী উপলক্ষে নানান আয়োজন অনুষ্ঠিত

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় জাতীর পিতার জন্মবার্ষিকী উপলক্ষে নানান আয়োজন অনুষ্ঠিত
বুধবার, ১৭ মার্চ ২০২১



জাতীর পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানান আয়োজন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় নানান আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বিভিন্ন স্থানে র‌্যালী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চেক বিতরণ ও মিস্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সরকারী ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কাজী মাহাবুব উল্লাহ হল রুমে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি মোঃ মজিবর মুন্সি প্রমুখ।
এ ছাড়াও যুবনেতা মোঃ ইসমাইল মুন্সির সার্বিক সহযোগিতায় নবনির্মাণাধীন ঈদগাহ জামে মসজিদে সর্বস্তরের জনসাধারণের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫০   ৮৬২ বার পঠিত   #  #  #  #