বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

কোনটি সঠিক? -আহসান সানী

Home Page » সাহিত্য » কোনটি সঠিক? -আহসান সানী
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১



 আহসান সানী

কেউবা বলে মিথ্যা কথা
ফাঁসি থেকে বাঁচতে,
কেউবা বলে মিথ্যা কথা
ঠাট্টা-বিদ্রোপ করতে।

কেউবা বলে মিথ্যা কথা
বিশৃংঙ্খলা মুছতে,
কেউবা বলে মিথ্যা কথা
সত্যটাকে ঢাকতে।

কেউবা বলে মিথ্যা কথা
আড্ডায় সবাই হাসতে,
কেউবা বলে মিথ্যা কথা
চেয়ার ধরে রাখতে।

কেউবা বলে মিথ্যা কথা
ভালো কাজগুলো রুখতে,
কেউবা আবার মিথ্যা বলে
সুখের নীড়ে থাকতে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৫   ৬৮০ বার পঠিত   #  #  #