বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
ভাঙ্গায় পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিক সম্মেলন
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিক সম্মেলন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ লাহু সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপরে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শেখ মোঃ লাহু বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, বিগত সময়ে আমি আওয়ামী লীগের জন্য সর্বদা রাজপথে ছিলাম, আছি ইনশা আল্লাহ থাকব। এ সময় তিনি বলেন, আপনারা জানেন ইতিপূর্বে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার পক্ষে ছিলাম বলে সে সময় স্বতন্ত্র এমপি’র সমর্থক দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। কান্না বিজড়ীত কন্ঠে তিনি বলেন, আমি প্রায় একমাস যাবৎ জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে ছিলাম। তিনি আরও বলেন, নৌকা প্রতিকের পক্ষে ছিলাম বলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ আমাকে ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন। ত্যাগী কর্মী হিসেবে দলীয় সভানেত্রীর কাছে মনোনয়ন প্রার্থনা করেন তিনি। মনোনয়ন পেলে তিনি জয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। এসময় মোঃ মিজানুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক শেখ মোঃ লাহুর নাম প্রার্থী বিবেচনায় চার নম্বরে প্রস্তাব করা হয়েছে। লাহু আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:০৬:০৫ ৭৬৭ বার পঠিত #পৌরসভা নির্বাচন #ফরিদপুর #ভাঙ্গা #শেখ মোঃ লাহু