সোমবার, ৮ মার্চ ২০২১

নারী-মোসাম্মৎ আয়েশা আক্তার

Home Page » সাহিত্য » নারী-মোসাম্মৎ আয়েশা আক্তার
সোমবার, ৮ মার্চ ২০২১



নারী

তুমি কন্যা!
তুমি ভগ্নি!
তুমি জায়া আর জননী!
ফুলে ফুলে সাজানো ছিল কি?
তোমার জন্য কখনো এই অবনী!
ভালোবেসে কত ফুল ফোটাও তুমি!
দিয়ে যাও ক্লান্তিহীন শ্রম দিবা-রজনী!

তুমি কন্যা!
তুমি ভগ্নি!
তুমি জায়া আর জননী!
তোমার মমতার আঁচলে
কতজন পায় ঠাই।
তুমি অসহায় হলে
মেঘের মতো সব ছায়া উড়ে যায়!

তুমি কন্যা!
তুমি ভগ্নি!
তুমি জায়া আর জননী!
ক্ষনিকের মহা মোহে
কেউ কেউ সাজায় তোমায় ফুলদানিতে।
মোহে শেষে তোমায় ভুলুন্ঠিত করে।
ছুড়ে ফেলে দেয় ডাস্টবিনে!
তোমার স্থান ফুলদানীতে নয় ;
তোমার ভুবন হোক সুশোভিত ফুলবাগান!
ভাই, পিতা, ছেলে আর পতির আত্নার বন্ধন হোক,
তোমার এগিয়ে যাওয়ার শত প্রেরণা!

কারো দ্রোহে, কারো সহিসংতার আগুনে
পুড়ে না যেন তোমার অবনী!
তুমি কন্যা!
তুমি ভগ্নি!
তুমি জায়া আর জননী!
শত সংগ্রামী সালাম লও হে -
কন্যা,ভগ্নি, জায়া আর জননী!

মোসাম্মৎ আয়েশা আক্তার
মোসাম্মৎ আয়েশা আক্তার,
সহকারী অধ্যাপক,
অর্থনীতি বিভাগ,
ঢাকা কলেজ,ঢাকা।

বাংলাদেশ সময়: ০:৩৯:২৬   ১১৬৯ বার পঠিত   #  #  #  #