রবিবার, ৭ মার্চ ২০২১

মধ্যনগর থানা পুলিশের ৭ ই মার্চ উদযাপন

Home Page » সারাদেশ » মধ্যনগর থানা পুলিশের ৭ ই মার্চ উদযাপন
রবিবার, ৭ মার্চ ২০২১



---বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ  এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে   ঐতিহাসিক ৭ ই মার্চ  উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার বিকেলে মধ্যনগর থানা মাঠে  মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেবের সভাপতিত্বে ও এএসআই আকু্ব্বর আলীর  সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,বীর মুক্তিযোদ্ধা  আব্দুল জব্বার, মোহাম্মদ আলী,অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক  বসন্ত কুমার বিশ্বাস,রমাপদ চক্রবর্তী, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী, মধ্যনগর থানার এস আই আব্দুল জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৬   ৭১১ বার পঠিত   #  #