রবিবার, ৭ মার্চ ২০২১

ভাঙ্গায় ৭ই মার্চ উপলক্ষে হাইওয়ে থানার আনন্দ উদযাপন

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ৭ই মার্চ উপলক্ষে হাইওয়ে থানার আনন্দ উদযাপন
রবিবার, ৭ মার্চ ২০২১



ভাঙ্গা হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ ওমর ফারুকের সভাপতিত্বে আনন্দ উদযাপন করা হয় । কেক কাটছেন অতিথিবৃন্দ (ডানে)

ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ উত্তোরণ করায় কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে। রবিবার বিকালে ভাঙ্গা হাইওয়ে থানা প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ আয়োজিত অনুষ্ঠানে এ উদযাপন করা হয়।
ঐতিহাসিক ৭ই মার্চের সুবর্ণ জয়ন্তীতে দিবসটি জাতীয়ভাবে উদযাপনের লক্ষে গণভবন থেকে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। পরে উপস্থিতদের সাথে নিয়ে কেক কেটে আনন্দ উদযাপন করেন ওসি।
ভাঙ্গায় ৭ই মার্চ উপলক্ষে হাইওয়ে থানার আনন্দ উদযাপন

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মজিবুর রহমান মুন্সি, দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা হাজী সোবাহান মুন্সি, বিমল চন্দ্র মজুমদার (টোকন) বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভাঙ্গা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোঃ জুয়েল রানা সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:০৭:১২   ৯৭০ বার পঠিত   #  #  #  #