শনিবার, ৬ মার্চ ২০২১
রোকশানা রহমান লাকীর কবিতা ‘স্বপ্ন আপন’
Home Page » সাহিত্য » রোকশানা রহমান লাকীর কবিতা ‘স্বপ্ন আপন’
জানিস!
তুই তো আমার
তেমনি আপন,
যে আপনে গঞ্জনা নেই,
বঞ্চনা নেই, সেই সাথে
নেই প্রবঞ্চনার
বিশাল ভরাডুবি।
অবলীলায় বলি তোকে
আহ্লাদি সুর গলায় মেখে,
যখন-তখন যা খুশি তাই -
ভালোবাসায় বন্ধু মিলাই।
উষ্ণতাতে শীতল ঢেলে
তোর কথাতেই হাসি!
জানিস, তোকেই ভালোবাসি!
তোর হাসিকে সঙ্গে রেখে
বিষন্নতা ধমকে তাড়াই।
তোর ছড়ানো আলো মেখে
রোদ এনে সব মেঘকে সরাই।
কেনো বলিস তবে তোকে
কথার প্যাঁচে ফেলি?
অনেক ভালোবাসি তোকে
সেটাও ভুলে গেলি!
বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪৯ ৫০৬ বার পঠিত #কবিতা #প্রেম #বাংলা #স্বপ্ন