শুক্রবার, ৫ মার্চ ২০২১
ভাঙ্গায় আ’লীগ নেতার বড় ভাইয়ের দাফন সম্পন্ন
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় আ’লীগ নেতার বড় ভাইয়ের দাফন সম্পন্ন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক (মিরু) মুন্সির বড় ভাই ফজলুল হক হিরু মুন্সির (৮১) নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মায় ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ফজলুল হক হিরু মুন্সি পৌর সদরের কাপুড়িয়া সদরদী এলাকার প্রয়াত মুন্সি ফজলুল হক নয়া মিয়ার বড় ছেলে ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য এম হক বাবুর বড় চাচা ।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ৪ঠা মার্চ বৃহস্পতিবার স্টক জনিত কারণে অসুস্থ্য হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা ময়দানে তার নামাজে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা সহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দেশবাসী সহ সকলের কাছে বড় চাচার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য এম হক বাবু।
বাংলাদেশ সময়: ১৯:১৮:৫১ ৮৩৯ বার পঠিত #এম হক বাবু #ফরিদপুর #ভাঙ্গা