শুক্রবার, ৫ মার্চ ২০২১

টিকাদানে চীন-ভারতের চেয়ে এগিয়ে গেল বাংলাদেশ

Home Page » জাতীয় » টিকাদানে চীন-ভারতের চেয়ে এগিয়ে গেল বাংলাদেশ
শুক্রবার, ৫ মার্চ ২০২১



প্রতীকি ছবি-করোনা ভ্যাক্সিন প্রদান

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: প্রথম থেকে সতর্কতা অবলম্বনের কারণে আনুপতিক ভাবে অনেক কম সংক্রমণ হয়েছ বাংলাদেশে। ভ্যাক্সিন প্রদানের দিক থেকেও বাংলাদেশ চীন ও  ভারতের চেয়ে এগিয়ে আছে। দেশে পুরোদমে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। প্রথমদিকে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা দ্বিধা-অস্বস্তি থাকলেও দ্রুতই তা কেটে গেছে, ভ্যাকসিন গ্রহণের বিষয়টি পরিণত হয়েছে উৎসবে। পরিসংখ্যানে দেখা গেছে, টিকাদানের গতিতে চীন-ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।

প্রতীকি ছবি-কোভিশিল্ড’

পরিসংখ্যানটি প্রস্তুত করেছে ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’ নামক ওয়েবসাইট। সেখানে দেখানো হয়েছে, গত ২ মার্চ পর্যন্ত সাপ্তাহিক টিকাদানের ক্ষেত্রে প্রতি ১০০ জনের মধ্যে চীন টিকা দিয়ে ০ দশমিক ০৪ জনকে। ভারতের হারও একই। সেদিক থেকে বাংলাদেশে টিকা গ্রহণ করেছেন ০ দশমিক ০৭ জন।

‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’ তাদের পরিসংখ্যানে আরো দেখিয়েছে, প্রতি ১০০ জনে সবচেয়ে বেশি মানুষকে টিকার আওতায় নিয়ে এসেছে ইসরায়েল, সংখ্যাটি ১ দশমিক ০২। এভাবে যথাক্রমে নিচের দিকে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ০ দশমিক ৬২, যুক্তরাজ্য ০ দশমিক ৫৮ (১ মার্চ), যুক্তরাষ্ট্র ০ দশমিক ৫৮।

বাংলাদেশে গত ২৭ জানুয়ারি প্রথম টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দেওয়ার মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১১:১৯:৪৪   ৯৭২ বার পঠিত   #  #  #  #  #  #