বুধবার, ৭ আগস্ট ২০১৩
শনিবার পর্যন্ত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে
Home Page » বিশ্ব » শনিবার পর্যন্ত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবেতোহা,বঙ্গ-নিউজ ডটকম:জঙ্গি হানার আশঙ্কায় রবিবারই মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মোট ২১টি দূতাবাস এবং কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। এবার সেই সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল। পরবর্তী নির্দেশ না আসা অবধি আগামী শনিবার পর্যন্ত দূতাবাস ও কনস্যুলেটগুলি বন্ধ থাকবে বলে খবর। আলজিয়ারস, কাবুল এবং বাগদাদের মার্কিন কূটনৈতিক মিশনগুলি সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের আবু ধাবি, আম্মান, কায়রো, রিয়াধ, জেড্ডা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাসকট, সানা, ত্রিপোলি এবং উত্তর আফ্রিকার বেশ কয়েকটি দূতাবাস শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবারই নাগরিকদের বিশ্বভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। রবিবার, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল কায়দার একটি সন্দেহজনক বার্তা নজরে আসে মার্কিন প্রশাসনের। এরপরই সম্ভাব্য জঙ্গি হানার আশঙ্কায় আগাম সতর্কতা নিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় দূতাবাস এবং কনস্যুলেটগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ২:২২:০৮ ৪৩৫ বার পঠিত