রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রিয়তম হে –রাধাবল্লভ রায়
Home Page » সাহিত্য » প্রিয়তম হে –রাধাবল্লভ রায়সুখ যদি পাওহে বন্ধু
আমার মরনে
ঠাঁই যেন পাই হে বন্ধু
তোমার চরনে।
দুঃখ-কষ্টে জীবন গড়া
সুখ বুঝিনা
যত দুঃখ দাও হে বন্ধু
দুঃখ পাব না।
নয়ন ভরিয়া দেখিব চাহিয়া
সাধ ছিলো মনে
দেখা হয় নাই দেখা হল না
হয়তো হবে না দেখা
এই জীবনে।
মনের গহনে অনেক যতনে
এঁকেছিনু তোমার মুরতিখানি
অজানা ভ্রমে মিশে গেল ক্রমে
কষ্টে আঁকা সেই ছবিখানি।
একবার দেখা দাও হে বন্ধু
শুধু একবার দেখা দাও
এ দেহ-মন সঁপিব তোমারে
যাহা তুমি চাও।
বাংলাদেশ সময়: ১১:১৪:৩৬ ৬২১ বার পঠিত #আধুনিক কবিতা #রাধাবল্লভ রায়ের কবিতা #শ্রেষ্ঠ কবিতা