শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টন্স এসোসিয়েশন অব গভ.হরগঙ্গা কলেজ,মুন্সীগঞ্জ এর প্রবন্ধ লিখন ও বুক রিভিউ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

Home Page » বিবিধ » পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টন্স এসোসিয়েশন অব গভ.হরগঙ্গা কলেজ,মুন্সীগঞ্জ এর প্রবন্ধ লিখন ও বুক রিভিউ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১



---

 

 

 

 

 

পারভেজ হাসান,

প্রতিনিধি, বঙ্গ-নিউজ;

 

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টন্স এসোসিয়েশন অব গভ.হরগঙ্গা কলেজ,মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত প্রবন্ধ লিখন ও বুক রিভিউ প্রতিযোগিতা-২০২১ এর ফলাফল ঘোষনা করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারীর ভাষা শহিদদের স্মরণে এই আয়োজনটি করা হয়েছে। বুক রিভিউ প্রতিযোগিতায় ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত‌ জহির রায়হানের উপন্যাস আরেক ফাল্গুন ও শওকত ওসমানের আর্তনাদ এ দুটি নির্ধারিত ছিল।
প্রবন্ধ ভাষা আন্দোলনের ওপর ১০০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছিল। লেখা পাঠানোর শেষ তারিখ ছিল ১৫ ফেব্রুয়ারি ২০২১।

বুক রিভিউ প্রতিযোগিতায়
১ম স্থান: মোঃ হাছিবুল বাশার,ঢাবি
২য় স্থান: হাসিবুর রহমান, বুটেক্স
৩য় স্থান:জাহিদ হাসান, ঢাবি

---
প্রবন্ধ লিখন প্রতিযোগিতায়
১ম স্থান:মোঃ তাসনীম ইবনে ওয়াহিদ,ঢাবি
২য় স্থান:ফাহাদ হোসেন ফাহিম,বাকৃবি
৩য় স্থান:ইকরা মুন নেছা,ঢাবি

---
গত ২৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ফেসবুক লাইভে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেছেন সংগঠনটির সভাপতি ঢাবি শিক্ষার্থী রবিন খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ইমন মিয়া।

বাংলাদেশ সময়: ০:২৩:৫৭   ১১৮৯ বার পঠিত