শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টন্স এসোসিয়েশন অব গভ.হরগঙ্গা কলেজ,মুন্সীগঞ্জ এর প্রবন্ধ লিখন ও বুক রিভিউ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ
Home Page » বিবিধ » পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টন্স এসোসিয়েশন অব গভ.হরগঙ্গা কলেজ,মুন্সীগঞ্জ এর প্রবন্ধ লিখন ও বুক রিভিউ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ
পারভেজ হাসান,
প্রতিনিধি, বঙ্গ-নিউজ;
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টন্স এসোসিয়েশন অব গভ.হরগঙ্গা কলেজ,মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত প্রবন্ধ লিখন ও বুক রিভিউ প্রতিযোগিতা-২০২১ এর ফলাফল ঘোষনা করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারীর ভাষা শহিদদের স্মরণে এই আয়োজনটি করা হয়েছে। বুক রিভিউ প্রতিযোগিতায় ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত জহির রায়হানের উপন্যাস আরেক ফাল্গুন ও শওকত ওসমানের আর্তনাদ এ দুটি নির্ধারিত ছিল।
প্রবন্ধ ভাষা আন্দোলনের ওপর ১০০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছিল। লেখা পাঠানোর শেষ তারিখ ছিল ১৫ ফেব্রুয়ারি ২০২১।
বুক রিভিউ প্রতিযোগিতায়
১ম স্থান: মোঃ হাছিবুল বাশার,ঢাবি
২য় স্থান: হাসিবুর রহমান, বুটেক্স
৩য় স্থান:জাহিদ হাসান, ঢাবি
প্রবন্ধ লিখন প্রতিযোগিতায়
১ম স্থান:মোঃ তাসনীম ইবনে ওয়াহিদ,ঢাবি
২য় স্থান:ফাহাদ হোসেন ফাহিম,বাকৃবি
৩য় স্থান:ইকরা মুন নেছা,ঢাবি
গত ২৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ফেসবুক লাইভে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেছেন সংগঠনটির সভাপতি ঢাবি শিক্ষার্থী রবিন খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ইমন মিয়া।
বাংলাদেশ সময়: ০:২৩:৫৭ ১১৮৯ বার পঠিত