রবিবার, ২৪ মার্চ ২০১৩
টর্নেডোয় আহতদের সাহায্যের ঘোষণা
Home Page » প্রথমপাতা » টর্নেডোয় আহতদের সাহায্যের ঘোষণারাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ওপর দিয়ে শুক্রবার বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে আহত হাসপাতালে চিকিৎসাধীন ৭৪জনের প্রত্যেককে চিকিৎসার জন্য ৫হাজার টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।এদিকে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ইউনিয়নগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা পাওয়ার পর তাদেরকেও একই হারে সাহায্য দেওয়া হবে বলে জেলা প্রশাসক সূত্রে জানা যায়।
টর্নেডোয় ইউনিয়নগুলোতে প্রায় ১৫কোটি টাকার বিদ্যুৎ সরঞ্জাম ক্ষতি হয়েছে বলে সূত্র জানায়। উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর ছোবলে এ পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছেন। টর্নেডোয় বিধ্বস্ত হয়েছে ২০টি গ্রামের ঘরবাড়ি।
ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন ২০ গ্রামের হাজার হাজার মানুষ। সবকিছু হারিয়ে সাহায্যের আশায় পথ চেয়ে আছেন এসব গ্রামের অসহায় মানুষ।
সরেজমিন গ্রামগুলোতে দেখা যায়, বসতবাড়ি, গাছপালা, মসজিদ-মন্দিরসহ সবকিছু একেবারে নিশ্চিহ্ন। উড়ে যাওয়া টিনের চালা ও বেড়া আশপাশ থেকে খুঁজে এনে জড়ো করছেন ভয়াবহ টর্নেডোর শিকার লোকজন।
শনিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতা এবং ব্যক্তিগত উদ্যোগে শেষ মানবেতর জীবন যাপন করা এসব লোকজনের মাঝে দিনভর খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:২৩:১৬ ৪৮৩ বার পঠিত