বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
সাড়ে ২৮ লাখ মানুষ টিকার আওতায় এসেছে, পার্শ্বপ্রতিক্রিয়া ৬৯৬
Home Page » জাতীয় » সাড়ে ২৮ লাখ মানুষ টিকার আওতায় এসেছে, পার্শ্বপ্রতিক্রিয়া ৬৯৬স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: আজ রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, দেশে পুরোদমে চলছে গণটিকাদান কর্মসূচি। বলা হলো যে, আজকে টিকাদান শেষে এই কর্মসূচির আওতায় এসেছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া (জ্বর, মাথা ব্যথা, টিকার স্থান লাল হয়ে যাওয়া কিংবা ফুলে যাওয়া ইত্যাদি) দেখা গেছে ৬৯৬ জনের শরীরে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন (পুরুষ ১ লাখ ১২ হাজার ৪৮৯ জন এবং নারী ৬৮ হাজার ৯৫০ জন)। এর মধ্যে ২৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। সঙ্গত কারণেই সবচেয়ে বেশি টিকা নিয়েছে ঢাকা বিভাগের মানুষ।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দেওয়ার মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৮ ৭০৪ বার পঠিত