বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
লোকবলের অভাবে স্টেশন বন্ধ, নিয়োগ হবে রেলে-সুজন
Home Page » জাতীয় » লোকবলের অভাবে স্টেশন বন্ধ, নিয়োগ হবে রেলে-সুজনস্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: বাংলাদেশ রেল পথের কথা মনে আসলে এর সিডিউল বিপর্যয়,সেবার নিম্ন মান সহ অনেক অনিয়মের চিত্রই চোখের সামনে ভেসে উঠে। বর্তমানে সরকার এর উন্নয়নের কথা ভাবছে। জনবল সঙ্কটে রেলওয়ের যে বেহাল দশা, তা কে না জানে। এবার সেটি দূর করতে ১০-১২ হাজার লোক নিয়োগ দেয়ার কথা জানালেন মন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার রেল ভবনের এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
লোকবলের অভাবে ১৩৭টি স্টেশন বন্ধ রয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, প্রথম ধাপে ১০-১২ হাজার লোক নিয়োগের বিজ্ঞপ্তি এ মাসেই দেয়া হতে পারে।
নিয়োগের পর এই বিপুল সংখ্যক লোককে প্রশিক্ষণ দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, রেলের জনবল ঘাটতি মেটাতে আরো ২-৩ বছর লেগে যাবে।
এ ছাড়া রেলের অবকাঠামোগত ঘাটতির বিষয়ে নূরুল ইসলাম সুজন বলেন, সবগুলো রেললাইন ডাবল না হওয়া পর্যন্ত নিরাপত্তার ঝুঁকি থাকবে। এ খাতের উন্নয়নে আমরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি।
এদিন রেলস্টেশন কাছে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, সংস্কার ও ডব্লিউএএসএইচ ব্যবস্থাপনার উন্নয়ন এবং পারস্পরিক শিখন কর্মসূচির উদ্বোধন করেন রেলমন্ত্রী। এ সময় রেল সচিব সেলিম রেজা ও রেল মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৩১:২২ ৮০৫ বার পঠিত #ঝুকি #নিরাপত্তা #নিয়োগ #বাংলদেশ রেলপথ #সুজন #স্টেশন বন্ধ