রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
হল খোলার দাবিতে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক শিক্ষার্থীদের
Home Page » প্রথম পাতা » হল খোলার দাবিতে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক শিক্ষার্থীদেরপারভেজ হাসান,
প্রতিনিধি, বঙ্গ-নিউজ।
আবাসিক হল খোলার দাবিতে আগামীকাল বিকাল ৩ টায় রাজু ভাস্কর্যের সামনে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপ এ স্ট্যাটাস দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আহ্বায়কবৃন্দ। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে আবাসিক হলগুলো বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতিসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন । উল্লেখ্য যে গতকাল ২০ তারিখ হল খোলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একপর্যায়ে কয়েকটি আবাসিক হলের তারা ভেঙে ফেলে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খোলার জন্য ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪৪:৩২ ৫৭০ বার পঠিত #ঢাকা বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয় #শিক্ষা #শিক্ষা প্রতিষ্ঠান