রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

কলকাতার বাগুইআটি নৃত্যাঙ্গন এর সরস্বতী পূজোর সাংস্কৃতিক আয়োজন

Home Page » বিনোদন » কলকাতার বাগুইআটি নৃত্যাঙ্গন এর সরস্বতী পূজোর সাংস্কৃতিক আয়োজন
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১



শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দরা

লিপটন সাহা কলকাতা প্রতিনিধি বঙ্গনিউজ:
বাগুইআটি নৃত্যাঙ্গন একটি সরকার অনুমোদিত সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান। এই সংস্থার সঙ্গে দুই শতাধিক শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দরা যুক্ত। সারা বছর ধরে নানা ধরণের সাংস্কৃতিক, সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকে। এই বছর আমাদের বাগুইআটি নৃত্যাঙ্গন পঁচিশ বছরে পদার্পণ করল। প্রত্যেক বছরের মত এই বছরেও পলাশ প্রিয়ার আরাধনায় দুই দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয় ১৬ ও ১৭ই ফেব্রুয়ারী ভার্চুয়াল মাধ্যমে ফেসবুক পেজে । এই বছর কলকাতার বিভিন্ন নামী সরকারী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান আয়োজন করার ব্যবস্থাপনা করা হয়। কিন্তু কোভিড পরিস্থিতিতে সমস্ত আয়োজন শেষ বেলায় রদ করতে হয়। বাধ্য হয়ে এই বছর ডিজিটাল প্ল্যাটফর্মে পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ, দুর্গোৎসবের অনুষ্ঠান, দীপাবলীর অনুষ্ঠান আয়োজন করি ও সমগ্র বিশ্ব থেকে বিভিন্ন বিদ্বদজনেরা তাদের শুভেচ্ছা পাঠান এবং অনুষ্ঠানে অংশও নিয়েছেন। দুইদিন ধরে চলা সরস্বতী পুজোর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কোলকাতা থেকে মধুমিতা বসু, ডক্টর তানিয়া দাস, কাজল সুর, রত্না মিত্র, কাকলি চক্রবর্তী, শুভময় সেন, এষা ব্যানার্জি, মহিষাদল থেকে সহেলী পন্ডা, শিলিগুড়ি থেকে শারদা গুহ, শান্তিনিকেতন থেকে দোলন মোহলি, রাঁচি থেকে সুবীর লাহিড়ী, রিঙ্কু ব্যানার্জি, জামশেদপুর থেকে বাণীপ্রসাদ মুখোপাধ্যায়,কেরল থেকে মীরা বিজয়ন,
শ্রীলঙ্কা থেকে নিশি, আসাম থেকে সুজাতা বানিয়া, লন্ডন থেকে ফয়সাল আহমদ, ফ্লোরিডা থেকে বিজয়া সেনগুপ্ত, বোস্টন থেকে রাহুল রায় ও স্বপ্না রায়, বাংলাদেশ থেকে বুলবুল মহালনবিশ, তৌকির আহমদ, শাওন পান্থ, সুবর্ণা রহমান, প্রিয়া ভৌমিক, আল ইমরান এবং বাগুইআটি নৃত্যাঙ্গন ও আন্তরিক এর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের! ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন ।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫০   ৮১৬ বার পঠিত   #  #  #  #  #