রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

শপথ- স্বপনকুমার চক্রবর্তী

Home Page » সাহিত্য » শপথ- স্বপনকুমার চক্রবর্তী
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১



 
কোকিল অখিল প্রিয় সুমধুর গানে
ফাগুন যেন আঘাত হানে
চেতনার মাঝখানে ।
যে ফাগুনে ভাইয়েরা আমার
রাঙালো রাজপথ
ভাষা রক্ষায় অটল, অচল সম
বজ্র  কঠিন শপথ।

যাদের তরে অর্জিত হলো
আমার মায়ের ভাষা ।
অবহেলায় হয়ে যাব ম্লান
এমন কি ছিল আশা?
ভায়ের খুনে লাল হলো ঐ
সকল রাঙা পলাশ

শিমূল ফুলে শালিক সবে

ছাড়ে দীর্ঘ শ্বাস।

আসুন সবে, করি শপথ,
রাখবো ভাষার মান,
রুখবো বিদেশি ভাষা,
বাংলা রবে চির অম্লান।

স্বপনকুমার চক্রবর্তী

বাংলাদেশ সময়: ৯:২৭:৩৯   ৬৬৩ বার পঠিত   #  #  #  #