শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১

চলে গেলেন বরেন্য অভিনেতা এটিএম শামসুজ্জামান

Home Page » আজকের সকল পত্রিকা » চলে গেলেন বরেন্য অভিনেতা এটিএম শামসুজ্জামান
শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১



ফাইল ছবি

আজ সকাল ৯টায় রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় মারা যান বরেণ্য অভিনেতা, লেখক ও চলচ্চিত্র প্রযোজক এটিএম শামসুজ্জামান। তবে জানা গেছে, তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নেয়া হবে না। অভিনেতার মেয়ে কোয়েল জানিয়েছেন, এটিএমের মরদেহ শিল্পী সমিতি বা এফডিসি বা অন্য কোনও কর্মক্ষেত্রে নেয়া হবে না। জানা গেছে, সূত্রাপুর জামে মসজিদে বাদ জোহর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ভক্ত-অনুরাগীদের জন্য স্থানীয় কমিউনিটি সেন্টারে মরদেহ রাখা হবে। বাদ আসর তার দাফন সম্পন্ন হবে জুরাইন কবরস্থানে।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৫৪   ১০৪০ বার পঠিত   #  #  #  #