শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১

বংশীকুন্ডায় চেয়ারম্যান প্রার্থী সুজিত তালুকদারের জনসংযোগ

Home Page » বিবিধ » বংশীকুন্ডায় চেয়ারম্যান প্রার্থী সুজিত তালুকদারের জনসংযোগ
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১



চেয়ারম্যান প্রার্থী সুজিত তালুকদারের জনসংযোগস্টাফ  রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ)ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে মধ্যনগর থানা আওয়ামীলীগের সাবেক সদস্য ও সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজিত তালুকদার এলাকার তৃনমুল মানুষের সাথে জনসংযোগ করেছেন।

গত ১৭ ই ফেব্রুয়ারি বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের বংশীকুন্ডা বাজার, হামিদপুর চৌরাস্তা, সাতুর নতুন বাজার,মোহাম্মদ আলীপুর বাজার, পাতকুড়া ও চাপাইতি বাজারে সুজিত তালুকদার জনসংযোগ করেন।

সুজিত তালুকদার বলেন,  আমি আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসংযোগ করছি।আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হতে পারি তাহলে এই ইউনিয়ন কে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

বাংলাদেশ সময়: ২০:২৮:২৫   ৫৬২ বার পঠিত   #