শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত
Home Page » প্রথমপাতা » কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহতউলফাত রোজী, কানাডা প্রতিনিধিঃ কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
ভোর সাড়ে ৬টার দিকে প্রদেশটির উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদিত্য নোমান,আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। প্রত্যেকেই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাড়িতে যাওয়ার সময় তাদের গাড়িটির সঙ্গে সড়কে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা নিহত হন।
বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তারা এ দুর্ঘটনায় পড়েন। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন।
তিন ছাত্র নিহতের ঘটনায় ম্যানিটোবা সহ সারা কানাডায় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৪:২২:২৯ ৪৫৬ বার পঠিত #কানাডা #ছাত্র #দূর্ঘটনা #বাংলাদেশি #সড়ক