শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এবার শহীনাদ মিরে যাচ্ছেন না
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এবার শহীনাদ মিরে যাচ্ছেন নাস্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: এবার শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সূত্রে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানা গেছে। করোনা মহামারীর কারণে এই সিদ্ধান্ত বলে জানা । তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে না গেলেও তাদের নিজ নিজ প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।
জানা যায়, প্রতি বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবার যেহেতু তাদের না আসার সম্ভাবনা রয়েছে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের পাস ও এসবি পাস সংগ্রহের জন্য কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করবেন বলে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার না আসার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১১:২৭:০২ ৫৩৫ বার পঠিত #করোনা মহামমাারী #প্রধানমনন্ত্রী #রাষ্ট্রপতি #শহীদ মিনার #শ্রদ্ধা নিবেদন