বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১

শহীদ মিনারে একসঙ্গে ৫ জনের বেশী প্রবেশ করা যাবেনা- ডিএমপি

Home Page » জাতীয় » শহীদ মিনারে একসঙ্গে ৫ জনের বেশী প্রবেশ করা যাবেনা- ডিএমপি
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১



ফাইল ছবি -কেন্দ্রীয় শহীদ মিনার

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: দুই দিন বাদেই দেশব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেটিকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও জঙ্গি কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখা হবে। সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও থাকবেন।

বিশেষ পরিস্থিতিতে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে উল্লেখ করে পুলিশের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা বলেন, চারিদিকে করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিনেশনও চলছে। ফলে এক ধরনের ভীতি রয়েছে। তাই এবার মাস্ক ছাড়া কেউ শহীদ মিনারে ঢুকতে পারবেন না। দল পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে দুজন প্রবেশ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।

শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটরিং করা হবে। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য ইউনিটগুলোও এদিন সক্রিয় থাকবে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন দিবস উপলক্ষে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য জঙ্গিরা ছোট ঘটনা ঘটিয়ে থাকে। শহীদ দিবস বাঙালির আবেগের একটি বড় জায়গা হওয়ায় এখানে ছোট্ট একটি ঘটনা ঘটাতে পারলেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। তাই এসব রোধে সাইবার ইউনিটগুলো সক্রিয় রয়েছে এবং আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। কাজেই এ ধরনের ঘটনা ঘটানোর সাহস তারা পাবে বলে মনে করি না।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:২৪   ৫১০ বার পঠিত   #  #  #  #  #