বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

ওয়েবম্যাট্রিক্স র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষে !!

Home Page » এক্সক্লুসিভ » ওয়েবম্যাট্রিক্স র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষে !!
বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১



ঢাকা বিশ্ববিদ্যালয়

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: ওয়েবম্যাট্রিক্স র‌্যাংকিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে দ্বিতীয় অবস্থানে। ওয়েবম্যাট্রিক্স স্পেনের মাদ্রিদভিত্তিক একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি এ র‌্যাংকিং প্রকাশ করা হয়। এতে দেখা যায়, র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশের ১৭৩টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।

তবে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান শীর্ষে হলেও আন্তর্জাতিকভাবে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এ প্রতিষ্ঠানটির অবস্থান ১৬৩৪তম। আর বুয়েটের অবস্থান ১৭০২।

বুয়েট

এদিকে, র‌্যাংকিংয়ে স্থান পাওয়া দেশীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ দশে রয়েছে যথাক্রমে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে কিউএস র‌্যাংকিংয়েও ঢাবির অগ্রগতি দেখা যায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৩৪। আর বুয়েটের অবস্থান ছিল ১৯৯।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৩০   ৬৩২ বার পঠিত   #  #  #  #