মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

মামুনুল হক্বের আগমন উপলক্ষে, নেত্রকোনায় লাখো মানুষের ঢল

Home Page » প্রথমপাতা » মামুনুল হক্বের আগমন উপলক্ষে, নেত্রকোনায় লাখো মানুষের ঢল
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১



ফাইল ছবিফাইল ছবি

(ফাইল ছবি)

বঙ্গ-নিউজ,

মোঃ যোবায়ের শামীম ও সাথে আছেন নেত্রকোনা  প্রতিনিধি মাওঃ আনোয়ার হোসেন (সাদী)।

হাজারো যুবকের আইডল, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন,  রাজপথের মহানায়ক,  ইমানী স্ফুলিঙ্গ জালানো ব্যাক্তিত্ব,  সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলনে ওয়ালা লোক,  আল্লামা মামুনুল হক্ব।

তিনি শায়খুল হাদীস  আল্লামা আজিজুল হক সাহেবের যোগ্য সাহেবজাদা।

জামিয়া মিফতাহুল উলুম মাদরাসা নেত্রকোনায়,  আজকে তিনি তাশরীফ আনবেন।

যার কারনে, সারা নেত্রকোনার আকাশে বয়ছে  সুখের বাতাস। তার প্রমান লাখো মানুষের ঢল।

মানুষগুলো যেন আনন্দে আত্মহারা সবার ভিতরেে আনন্দ বিরাজ করছে।

সারা শহর ব্যাস্ত বিভিন্ন আয়োজন,  পা রাখার জায়গা পর্যন্ত নাই শহরে। মাদ্রাসার ছাদ সহ সব জায়গা পরিপূর্ণ জনশ্রুতির কারনে।

নেত্রকোনা সদরের আইনশৃঙ্খলা বাহিনীর   সাথে  এ বিষয়ে কথা বললে তারা বঙ্গ নিউজকে জানায়,  হুজুরকে নিরাপত্তার সাথে পৌছার জন্য  আমরা সমস্ত আয়োজন সম্পন্ন করেছি।

মাদরাসাা কতৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান,  আল্লামা মামুনুল হক্ব বয়ান করবেন সম্ভবত এশা বাদ।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৬   ৬০১ বার পঠিত   #