রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
ফাগুনের রঙ লেগেছে - রাধাবল্লভ রায়
Home Page » সাহিত্য » ফাগুনের রঙ লেগেছে - রাধাবল্লভ রায়ফাগুনের রঙ লেগেছে - রাধাবল্লভ রায়ফাগুনের রঙ লেগেছে - রাধাবল্লভ রায়
ফাগুনের রঙ লেগেছে
আমার মনে আজ
কে কে যাবি সঙ্গে আমার
সাজরে তোরা সাজ।
ফাগুনের রঙ লেগেছে
আমার মনে আজ।
কচি পাতা ডালে ডালে
নাচছে তারা তালে তালে
দুষ্টু বাতাস বইছে জোড়ে
কি আনন্দ আজ।
ফাগুনের রঙ লেগেছে
আমার মনে আজ।
মনে আজ ভীষণ খুশি
আলোয় ভরা পূর্ণ শশী
গাছের শাখে নাচছে পাখি
ভুলে তাদের কাজ।
ফাগুনের রঙ লেগেছে
আমার মনে আজ।
শিমুল-পলাশ-কৃষ্ণচূড়া
উদাস পরাণ মাতোয়ারা
রঙের ছোঁয়া সবার মনে
নেইকো শরম লাজ।
ফাগুনের রঙ লেগেছে
আমার মনে আজ।
ডাকছে কোকিল বনে বনে
কতো কথা মনে মনে
প্রান ভ্রমরা উড়ছে ভোঁ-ভোঁ
তাইতো এতো সাজ।
ফাগুনের রঙ লেগেছে
আমার মনে আজ।
১৪-০২-২০২১
বাংলাদেশ সময়: ১১:১৩:১৯ ৪৯২ বার পঠিত #আধুনিক কবিতা #রাধাবল্লভ রায়ের কবিতা #শ্রেষ্ঠ কবিতা