রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
স্কুল-কলেজের ছুটি আবারো বাড়লো!
Home Page » এক্সক্লুসিভ » স্কুল-কলেজের ছুটি আবারো বাড়লো!স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত প্রায় ১১ মাস ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছুটি আরো বাড়তে পারে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকেও অনুমতি পাওয়া গেছে। আজ এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হবে।
শনিবার নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো বাড়াতে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে আগামী ১৫ বা ৩০ দিন নতুন করে ছুটি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়। রোববার এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।
বাংলাদেশ সময়: ১০:৪৪:০২ ৫০৪ বার পঠিত #করোনা #ক্লাস #পড়াশোনা #শিক্ষা মণ্ত্রনালয় #স্কুল-কলেজ