শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
নোয়াগাঁও দাখিল মাদ্রাসার নতুন সভাপতি আব্দুস সালাম
Home Page » শিক্ষাঙ্গন » নোয়াগাঁও দাখিল মাদ্রাসার নতুন সভাপতি আব্দুস সালামবঙ্গ-নিউজ ঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ)ইউনিয়নের ঐতিহ্যবাহী নোয়াগাঁও দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহন করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও মধ্যনগর থানা আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুস সালাম।মঙ্গলবার সকালে আলোচনা সভার মাধ্যমে মোঃ আব্দুস সালাম কে সভাপতি হিসেবে মনোনিত করেন ম্যানেজিং কমিটির সকল অবিভাক সদস্য ও শিক্ষকবৃন্দ।অন্যানদের মধ্যে এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার সুলাইমান হেকিম, শিক্ষক শামসুদ্দিন আহম্মেদ।
আব্দুস সালাম বলেন, আমাকে এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনিত করায় আমি ধন্যবাদ জানাই সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন কে।সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল শিক্ষক ও অবিভাবক সদস্যদের। আমি এই মাদ্রাসার শিক্ষার মানউন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।
বাংলাদেশ সময়: ১৫:৩২:১১ ৭৮৫ বার পঠিত