শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

ঢাকা টেস্টের প্রথম দিন দুইদল ৫০/৫০

Home Page » ক্রিকেট » ঢাকা টেস্টের প্রথম দিন দুইদল ৫০/৫০
শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১



ফাইল ছবিফাইল ছবি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে উইন্ডিজের সংগ্রহ পাঁচ উইকেটে ২২৩ রান। দিন শেষে এনক্রুমা বোনার ৭৪ রানে ও জশুয়া ডি সিলভা ২২ রানে অপরাজিত রয়েছেন।

ঢাকা টেস্টের প্রথম দিন সকালের সেশনে শুধু জন ক্যাম্পবেলের উইকেটই নিতে পেরেছিল বাংলাদেশ। ২১তম ওভারে গিয়ে ক্যাম্পবেলকে (৩৬) এলবিডব্লুর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এরপর দ্বিতীয় সেশনটা ভালো কেটেছে টাইগারদের। আবু জায়েদ রাহি ও সৌম্য সরকার মিলে তুলে নিয়েছেন ক্যারিবীয়দের তিন উইকেট।

পরে পঞ্চম উইকেটে বোনার ও জার্মেইন ব্ল্যাকউডের জুটি তৈরি করে প্রতিরোধ গড়ে তুলে। তবে এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল ইসলাম। নিজের বলে নিজেই ক্যাচ ধরে ২৮ রানে ব্ল্যাকউডকে ফেরান তাইজুল।

এর আগে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে বাদ পড়েন সাকিব, সাদমান ও মুস্তাফিজ। দলে নতুন মুখ সৌম্য সরকার, আবু জায়েদ রাহী ও মোহাম্মাদ মিথুন।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:২৫   ৬৩৯ বার পঠিত   #  #  #  #  #