রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

শিরীন শারমিন চৌধুরী পেলেন উইমেন অফ দ্য ডিকেড পুরস্কার

Home Page » জাতীয় » শিরীন শারমিন চৌধুরী পেলেন উইমেন অফ দ্য ডিকেড পুরস্কার
রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১



ফাইল ছবি ড. শিরীন শারমিন চৌধুরী

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: দীর্ঘদিন নারী উন্নয়নে কাজ করার স্বীকৃতি স্বরূপ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পুরস্কার দিয়েছে ওমেন ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। ‘উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসি) অ্যাওয়ার্ড ২০২১: ফর উইমেন অফ দ্য ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড লিডারশিপ’পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অফ দ্য উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এর উদ্যোগে আয়োজিত ‘এশিয়ান উইমেন এন্টারপ্রিনিউর্স সামিট ২০২১’ শীর্ষক সামিটে শনিবার ড. শিরীন শারমিন চৌধুরীকে এই পুরস্কার দেওয়া হয়।

জানা গেছে, ডব্লিউআইসিসির প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন আরোরা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই পুরস্কারে ভূষিত করার বিষয়টি স্পিকারকে অবহিত করা হয়েছে।

এ ছাড়া ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আল-কাইলা চলতি বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

দুই দিনব্যাপী (৬ থেকে ৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সামিটের প্রথম দিন শনিবার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্পিকার ড. শিরীন শারমিন।

উল্লেখ্য, বিশ্বের ১২০টি দেশের প্রায় আড়াই লাখ নারী সদস্যের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিল্পোদ্যোক্তা ও নারী নেতৃত্ব গঠন তথা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে ডব্লিউআইসিসি। মূলত নারীদের উৎসাহিত করার জন্য এই পুরস্কারটি দিয়ে থাকে ওমেন ইকোনমিক ফোরাম। তবে শুধু নারীরাই নয়, বরং বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, নোবেল বিজয়ী এবং বিশ্ব নেতাদের মধ্যে বিতরণ করা হয় সম্মানজনক এই পুরস্কার।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, মাল্টার প্রেসিডেন্ট মারি লুইস কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, যুক্তরাজ্যের চেরি ব্লেয়ার, নোবেল বিজয়ী তিউনিসিয়ার ওয়েদেদ বৌসামেউই, চিলির প্রেসিডেন্ট ড. মিসেল ব্যাচেলেট, কিরগিজিস্তানের প্রেসিডেন্ট রোযা ইসাকোভনা ওতুনবায়েভা, নোবেল বিজয়ী গুয়েতেমালার রিগোবার্তা মেন্সু প্রমুখ সম্মানজনক এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:২৪:০৯   ৪৮০ বার পঠিত   #  #  #  #