শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় জনাব,আশরাফ আলী খান খসরু(এম পি) মহোদয়ের কম্বল বিতরন
Home Page » বিবিধ » জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় জনাব,আশরাফ আলী খান খসরু(এম পি) মহোদয়ের কম্বল বিতরন
বঙ্গ-নিউজ;
নেত্রকোনা থেকে, মাওঃ আনোয়ার হোসেন।
আমাদের দেশের এক প্রাচীন প্রবচন…
মাঘের শীতে বাঘে কাঁদে ।
সারাদেশের ন্যায় নেত্রকোনাতেও জোঁকে বসেছে শীত। কয়েকদিনেই বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। দিনভর শীতে বিপাকে পরছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে এরইমধ্যে দরিদ্র কওমি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তি যোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু ( এম পি) মহোদয়।
প্রকৃতির নিয়মেই এখন মাঘ মাস, এরইমধ্যে সর্দিকাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। কওমি শিক্ষার্থীদের কথা চিন্তা করে
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকা ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার দরিদ্র এতিম অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মাননীয় মন্ত্রী ।
এই সময় উপস্থিত ছিলেন, নেএকোনা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অনেকই, আরও উপস্থিত ছিলেন, মোক্তারপাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা নাজমুল হাসান পলাশ ও অএ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম , শিক্ষা সচিব মাওলানা আতাউর রহমান সহ অএ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ সময়: ২০:২৩:১৯ ৬৯৯ বার পঠিত