সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
রায়পুরে ৮নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী আবুল হোসেন
Home Page » সারাদেশ » রায়পুরে ৮নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী আবুল হোসেন
প্রতিনিধি,সাইফুল ইসলাম:
আসছে আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা ও জন সমর্থনে সুবিধাজনক অবস্থানে রয়েছে ও আলোচনায় শীর্ষে রয়েছেন ৬নং ওয়ার্ডে নির্বাচিত সাবেক মেম্বার আবুল হোসেন।
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণদের আস্থা ভাজন,সৎ,শিক্ষিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী।
৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চায়ের দোকানে নির্বাচনী ইশতেহার লিফলেট সহ চায়ের কাপে জমে উঠেছে আগত স্থানীয় সরকার নির্বাচন। সাধারণ ভোটাররা মনে করছেন, ইউনিয়নে তরুণ সমাজসেবক সদালাপী , হাস্যজ্জল বিপদে-আপদে মানুষের পাশে থাকা, শিক্ষা, চিকিৎসা,করোনা মহামারীতে বেপক প্রংশনিয় ও যুবকদের বিনোদনের স্থপতি সাবেক মেম্বার আবুল হোসেন কে ভোট দিয়ে নির্বাচিত করলে, ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বাসী একজন ভালো অভিভাবক পাবে।
একাধিক প্রবীণ রাজনীতিবিদ বলেন সাম্প্রতিক জল্পনা কল্পনা শুধু এই তরুণ সমাজ সেবক কে নিয়ে, দল-মত নির্বিশেষে বিপদে-আপদে মানুষের পাশে থেকে সাধারণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে, সাবেক এই মেম্বার। তাই এবার নির্বাচনে তিনি হতে পারেন আগামী দিনের ইউপি মেম্বার, এছাড়া নিজ দলীয় অনুমতি পেলে তার বিজয় সময়ের ব্যাপার মাত্র।
এ বিষয়ে তরুণ ও যুব সমাজকে আবুল হোসেন বলেন,আমি আমার সার্থ অনুযায়ী সকলের জন্য কাজ করেছি। এই উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করতে আমার নির্বাচন করা, এছাড়া মাদকমুক্ত সমাজ গড়া, অবহেলিত আমার এই ৬নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ডে রূপান্তরিত করা সহ উন্নয়ন ও সুশাসন ফিরিয়ে আনটাই আমার প্রত্যয়। ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন কে রায়পুরে একটি রোল মডেল ইউনিয়ন উপহার করতে আমি সহযোগীতা করবো ইনশাল্লাহ।
বাংলাদেশ সময়: ২১:০৬:৩৪ ৫১১ বার পঠিত