সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
বড়ই শুকাতে গিয়ে অধ্যাপক আহম্মদ আল মহসীন(মিথুন )এর স্ত্রী’ র মৃত্যু
Home Page » সারাদেশ » বড়ই শুকাতে গিয়ে অধ্যাপক আহম্মদ আল মহসীন(মিথুন )এর স্ত্রী’ র মৃত্যুবঙ্গ নিউজ,
নেত্রকোনা থেকে, আনোয়ার হোসেন ।
- নেত্রকোনার মোহনগঞ্জে তিনতলা ছাদ থেকে পড়ে ফয়জুন্নাহার খানম প্রিয়া(২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সে মোহনগঞ্জ পৌর শহরের আল মবিন রোডের স্থায়ী বাসীন্দা। মোহনগঞ্জ সরকারী কলেজের অধ্যাপক আহম্মদ আল মহসীন(মিথুন )এর স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩১ জানুয়ারী) বিকেলে ফয়জুন্নাহার তার নিজ বাসার তিন তলার ছাদে বড়ই শুকাতে গিয়ে ছাদের একপাশে অসমাপ্ত ওয়ালে ভর করলে ওয়াল ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হয়।
পরে পরিবারের লোকজন তাকে দ্রুত মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহম্মদ আল ফরহাতুল ইয়াদ নামে তার (৩) বছরের এক ছেলে সন্তান রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৮:১৪ ৬০১ বার পঠিত