সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ, সু চি আটক
Home Page » এক্সক্লুসিভ » মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ, সু চি আটকস্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ:অনেক দিন আটক থাকার পর সবেমাত্র দ্বিতীয় বারের মত ক্ষমতায় আসে অং সান সূচী। কিন্তু অল্প দিনের মধ্যে দেশের প্রেসিডেন্ট সহ সূচীকে আটক করা হয়েছে। দেশের সব টিভি চ্যানেল ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে আপাতত এক বৎসরের জন্য জরুরী অবস্থা জারী করা হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেই সাথে আটক করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। রয়টার্স, আল জাজিরাসহ বিশ্ব গণমাধ্যম খবরটি জানিয়েছে।
দীর্ঘ সামরিক শাসনের বিলুপ্তির পর এটা ছিল দেশটির দ্বিতীয় গণতান্ত্রিক নির্বাচন। প্রথমটি হয় ২০১৫ সালে। সেবারও এনএলডি জয় পেয়েছিল।
এই ঘটনার পর মিয়ানমারে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাষ্ট্রীয় টেলিভিশন তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। প্রধান প্রধান শহরগুলোর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। প্রায় পুরো দেশে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
বিষয়টাকে সামরিক অভ্যুত্থান হিসেবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। তবে এ নিয়ে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
মিয়ানমারে গত বছরের শেষদিকে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকেই এমন একটি সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করে আসছিলেন বিশ্লেষকরা। কারণ ওই নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে আসছিল সেনা সমর্থিত বিরোধী দল। যাতে প্রচ্ছন্ন সায় আছে সেনাবাহিনীরও।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে জয় পায় সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে বিরোধী দলের অভিযোগ, নির্বাচনে সু চিকে সুবিধা পাইয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৮:৩৫ ৫১৮ বার পঠিত # #মিয়ানমার #সামরিক শাসন #সুচি