শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
ট্রম্পের সাথে শার্কের হুবুহু মিল!!!
Home Page » বিশ্ব » ট্রম্পের সাথে শার্কের হুবুহু মিল!!!৯ ফুট দীর্ঘ একটি শার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্বজুড়ে অনেক শার্ক আছে। তবে কেন এই বিশেষ একটি শার্কের ছবি নিয়ে এত মাতামাতি! এর কারণ, ওই শার্কটির মুখাবয়ব, গলা সবকিছু দেখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো। ছবিতে ওই শার্কটির যে বিরল ছবি দেখা যাচ্ছে তাতে সে হা করে আছে। স্ফটিকের মতো স্বচ্ছ পানিতে তার উপর ও নিচের চেয়ালের দাঁত বের হয়ে আছে। দেখে মনে হচ্ছে, কিছুটা উপরে হয়তো কোনো কিছু সে কামড়ে ধরতে প্রস্তুত। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য সান। ফ্লোরিডা উপকূলে ডুবসাঁতার কাটার সময় গত ১৯ শে ডিসেম্বর এই শার্কের ছবি ও ভিডিও ধারণ করেছিলেন ট্যানার ম্যানসেল (২৭)।
বাংলাদেশ সময়: ১৫:২৫:১৪ ৪৩৩ বার পঠিত #ডোনাল্ড ট্রাম্প #যুক্তরাষ্ট #শার্ক #সমুদ্র