বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
১৭ ই মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু
Home Page » জাতীয় » ১৭ ই মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরুএবারের অমর একুশে বইমেলা ১৮ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন অমর একুশে বইমেলা পরিচালনা পর্ষদের সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।
এর আগে বাংলা একাডেমি থেকে জানানো হয়েছিল, ১৮ মার্চ শুরু হবে বইমেলা। তবে কত দিন চলবে তার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। আজ বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি পহেলা বৈশাখ পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা ছিল।
বাংলাদেশ সময়: ১৭:১৫:৩৭ ৪১৮ বার পঠিত # #তারিখ #বইমেলা #বাংলা একাডেমি #শুরু