বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

বডিগার্ডকে বিয়ে করলেন হলিউডের অভিনেত্রী পামেলা

Home Page » বিনোদন » বডিগার্ডকে বিয়ে করলেন হলিউডের অভিনেত্রী পামেলা
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১



 ফাইল ছবি

লকডাউনে প্রেম, এবার নিজের বডিগার্ড ডেন হাইয়ার্স্টকে বিয়ে করলেন হলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী পামেলা এন্ডারসন। এটি এ অভিনেত্রীর চতুর্থ বিয়ে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ২৪ ঘন্টা একসঙ্গে এক ছাদের নিচে কাটিয়েছেন পামেলা ও ডেন। তখনই তাদের মধ্যে প্রেম শুরু হয়। একসঙ্গে ঘনিষ্ঠ সময় পার করেন।এরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পামেলা জানিয়েছেন, ক্রিসমাসের উৎসবের সময়ই তারা বিয়ে করেছেন। বিয়ের ছবিও তিনি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে। সেখানে বিয়ের পোশাকে একসঙ্গে দেখা যায় পামেলা-ডেনকে।
এর আগে পামেলা তিনটি বিয়ে করেছেন। তবে সেসব বিয়ে বেশি সময় টিকেনি। এবার ৫৩ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন পামেলা। জানা গেছে, কানাডায় নিজের বাড়িতেই বিয়ের কাজটি সেরেছেন এ অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৩:৪০:১৫   ৬৩৪ বার পঠিত   #  #  #  #