বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

যে অজুহাতে বাংলাদেশে আসেননি, অথচ দেশেই করোনা আক্রান্ত শাই হোপ

Home Page » ক্রিকেট » যে অজুহাতে বাংলাদেশে আসেননি, অথচ দেশেই করোনা আক্রান্ত শাই হোপ
বুধবার, ২৭ জানুয়ারী ২০২১



হোপ

বাংলাদেশের করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসেননি শাই হোপ। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! বাংলাদেশের মাটিতে ক্যারিবীয়রা যখন সুস্থতার সঙ্গে খেলে যাচ্ছেন সেসময় দেশে থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হোপ।

মঙ্গলবার বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে হোপের করোনা আক্রান্ত হওয়ার তথ্য। শাই হোপ ছাড়াও তার ভাই কাইল হোপও করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা পরিস্থিতির কারণে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন সফরকারী দলের ১০ ক্রিকেটার, তাদেরই একজন হোপ।

আগামী মাসে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া সুপার ফিফটি কাপকে সামনে রেখে করোনা পরীক্ষা করা হলে হোপের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাই টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৩১:১১   ৫৪২ বার পঠিত   #  #  #  #